ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

দেশে ফিরছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
দেশে ফিরছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

দেশে ফিরছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। গত জানুয়ারিতে তার সমর্থকরা ব্রাজিলের সুপ্রিম কোর্ট, কংগ্রেস ও পার্লামেন্ট ভবনে হামলা চালানোর পর কয়েক মাস ধরে বলসোনারো যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

গত নির্বাচনে লুলা ডি সিলভার কাছে বলসোনারোর হেরে যাওয়াকে মেনে নিতে পারেনি সমর্থকরা। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল দাঙ্গা।

ব্রাজিলের উদ্দেশ্য ফ্লাইটে ওঠার আগে ফ্লোরিডার বিমানবন্দরে বলসোনারো বলেছেন, তিনি লুলার বিরোধীদলকে নেতৃত্ব দেবেন না।

তবে সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলসোনারো বলেছিলেন যে, তিনি ‘অভিজ্ঞ ব্যক্তি’ হিসেবে তার লিবারেল পার্টিকে সাহায্য করবেন।

একইসঙ্গে আগামী স্থানীয় নির্বাচনে প্রচারণার জন্য ব্রাজিল জুড়ে ভ্রমণ করার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

অরল্যান্ডোর টার্মিনালে পৌঁছানোর পর তিনি সমর্থকদের সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে বলসোনারোর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।