ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের সমাপ্তির পরিকল্পনা নিয়ে শিয়ের সঙ্গে আলোচনা করবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, মার্চ ২১, ২০২৩
ইউক্রেন যুদ্ধের সমাপ্তির পরিকল্পনা নিয়ে শিয়ের সঙ্গে আলোচনা করবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংকট সমাধানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ১২ দফা পরিকল্পনা নিয়ে তিনি আলোচনা করবেন।

চীনা প্রেসিডেন্ট এখন মস্কো সফরে রয়েছেন।

এই সফরের সময়েই পুতিন তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। খবর বিবিসি।  

শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে পুতিন বলেন, আলোচনা প্রক্রিয়ার জন্য আমরা উন্মুক্ত। শি জিনপিংও পুতিনকে প্রিয় বন্ধু বলেই সম্বোধন করেন।  

যুদ্ধ শেষ করতে গেল মাসে চীন একটি পরিকল্পনা প্রকাশ করে। শত্রুতা বন্ধ করা এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করা- চীনের পরিকলনার মধ্যে অন্তর্ভুক্ত।

কিন্তু গেল শুক্রবার যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলে যে, এই শান্তি পরিকল্পনা স্থবির কৌশল হতে পারে।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, কথিত যুদ্ধ বন্ধে চীন বা অন্য কোনো দেশের সমর্থনে রাশিয়ার কৌশলগত পদক্ষেপে বিশ্বের বোকা হওয়া উচিত হবে না। যুদ্ধবিরতির আহ্বানের মধ্যে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্যদের সরানোর বিষয়টি নেই।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।