ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

আপসই যুদ্ধ শেষের একমাত্র পথ: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
আপসই যুদ্ধ শেষের একমাত্র পথ: ম্যাক্রোঁ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ শুধুমাত্র আপস বা সমঝোতায় শেষ হতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই কথা বলেছেন।

খবর আল জাজিরা।  

লে ফিগারো ও লে জার্নাল দু ডিমাঞ্চেকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, আমি চাই, ইউক্রেনে রাশিয়া পরাজয় বরণ করুক, ইউক্রেন প্রতিরোধ গড়ে তুলুক। আমার বিশ্বাস, সামরিকভাবে এই সংঘাতের শেষে পৌঁছানো সম্ভব নয়।

তিনি বলেন, কোনো পক্ষই পুরোপুরি জয়ী হতে পারে না। সংহতকরণের প্রভাব যতটা আশা করা হয়েছিল, ততটা বিশাল হয়নি।

ম্যাক্রোঁ বলেন, রাশিয়াকে পুনরায় আলোচনার টেবিলে আনতে ইউক্রেনের প্রয়োজন সামরিক প্রতিরোধ।  

তিনি বিশ্বাস করেন না, রাশিয়া নিজ ভূমিতে হামলার শিকার হওয়া উচিত, যা অনেকেই বলেছেন। ম্যাক্রোঁ বলেন, সর্বোপরি এই পর্যবেক্ষণকারীরা চান রাশিয়া চূর্ণ-বিচূর্ণ হয়ে যাক। ফ্রান্সের অবস্থান কখনো এমনটি ছিল না, হবেও না।  

পশ্চিমারা শান্তি প্রচেষ্টায় সম্পৃক্ত হতে চায় না

মস্কো বলেছে, পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত এটি দেখায়নি যে, তারা ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় যোগ দিতে চায়।  

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বার্তাসংস্থা তাস এই খবর জানিয়েছে। তিনি বলেন, সংঘবদ্ধ পশ্চিমাদের পক্ষ থেকে শান্তি উদ্যোগের কোনো প্রস্তুতি নেই।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা ফেব্রুয়ারি ১৯, ২০২৩
আরএইচ

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা ফেব্রুয়ারি ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।