ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

পেরুর রাজধানী লিমায় জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, জানুয়ারি ১৫, ২০২৩
পেরুর রাজধানী লিমায় জরুরি অবস্থা

পেরুতে রাজধানী লিমাসহ ছাড়াও তিনটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সাম্প্রতিক বিক্ষোভে ৪২ জনের প্রাণহানির পর এই পদক্ষেপ নেওয়া হলো।

 

শনিবার গভীর রাতের দিকে এক আদেশে জরুরি অবস্থা জারির কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, সেসব অঞ্চলে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, সেসব অঞ্চলে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারবে। তাছাড়া সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয় হয়েছে।  

সাবেক বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিওকে সরিয়ে দেওয়ার পর নতুন প্রেসিডেন্ট দিনা বলুযার্তের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।  

গেল বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ পর্যটন এলাকা মাচুপিচুর সঙ্গে সংশ্লিষ্ট সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেয়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

গত কয়েক বছর ধরে পেরু  রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ