ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পথে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পথে জেলেনস্কি

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার (২১ ডিসেম্বর) এক টুইটে ইউক্রেন প্রেসিডেন্ট নিজে এ তথ্য জানিয়েছেন।

সফরে মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন তিনি।

টুইটে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের স্থিতিস্থাপকতা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি।

তিনি বলেন, এই সফরে বাইডেন এবং আমি ইউক্রেন-যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করব। আমি কংগ্রেসে একটি বক্তৃতা ও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করব।

তবে জেলেনস্কি কখন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন তা টুইটে উল্লেখ করা হয়নি।

এর আগে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর কথা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। দেশটিতে রাশিয়ার হামলার জেরে তিনি এই পদক্ষেপ নেন। এরই অংশ হিসেবে আজ জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর থেকে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।