ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

একসঙ্গে গাঁটছড়া বাঁধলেন ১০১ বর-কনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
একসঙ্গে গাঁটছড়া বাঁধলেন ১০১ বর-কনে

ভারতের বর্ধমানে এক বিশাল গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ বিয়েতে যুগলবন্দি হয়েছেন ২০২ জন নারী-পুরুষ।

গণবিয়েতে শামিল হন সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪ জোড়া বর-কনেও।

রোববার (৪ ডিসেম্বর) বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের উদ্যোগে কঙ্কালেশ্বরী কালীমন্দিরে এ গণবিয়ের আয়োজন করা হয়। বিয়ে শেষে এই ১০১ জুটিকে দেওয়া হয় এক মাসের রেশনসহ খাদ্য সামগ্রীও।

বিয়ের আসরে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও চন্দ্রনাথ সিংহ। আরও ছিলেন দুই সংসদ সদস্য সুনীল মণ্ডল এবং অসিত মাল।

গণবিয়ে হলেও আয়োজনের কমতি ছিল না। সকাল থেকেই কাঞ্চন নগরসহ শহরে ছিল সাজ সাজ রব। মণ্ডপেও দেওয়া হয় বিশেষ নজর। ছিল আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও।

বর্ধমানের টাউন হল থেকে রোববার দুপুরে শোভাযাত্রা নিয়ে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পৌঁছায় বরপক্ষ। হাজির হন কনের বাড়ির লোকজনেরাও। সেখানে হিন্দু-মুসলিম ধর্মীয় রীতি মেনে বিয়ে হয়েছে ১০১ জোড়া নতুন দম্পতির। আয়োজকরা বিয়ের সব খরচ বহন করেছেন। দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে সোনার আংটি, রঙিন টেলিভিশন, খাট, সাইকেল, সেলাই মেশিনসহ নানা প্রয়োজনীয় সামগ্রী।

বাংলাদেশ সময়: ১০৫৩, ডিসেম্বর ০৫, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।