ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

বন্ধুত্ব উদযাপনে আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করলো এয়ারটেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
বন্ধুত্ব উদযাপনে আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করলো এয়ারটেল

ঢাকা: জীবনে বন্ধুত্বের গুরুত্ব উদযাপন করতে ‘বন্ধু থাকলে সব পসিবল’ অর্থাৎ বন্ধুত্ব সবকিছুই সম্ভব করে তোলে স্লোগানে আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে বন্ধুদের #১ নেটওয়ার্ক এয়ারটেল।

রোববার (২০ সেপ্টেম্বর) রবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্ধুদের সাহায্যে আমাদের কোন নতুন যাত্রা শুরু করা, এমনকি জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো অর্জন করার প্রক্রিয়াটা সবসময় সহজ হয়ে যায়। করোনা মহামারির এই সময়ে আমরা আবারও উপলব্দি করতে পেরেছি মানসিক সহায়তার বন্ধুত্বের তাৎপর্য।

এই বিষয়গুলো মাথায় রেখেই এয়ারটেল এ ক্যাম্পেইনের আওতায় একটি নতুন টিভিসি প্রকাশ করেছে, যা ইতোমধ্যে ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়াতে প্রচারিত হচ্ছে। চলমান করোনার মহামারি পরিস্থিতির কারণে বন্ধুদের দীর্ঘসময় ঘরে থাকার বিষয়টি বিবেচনা করে এয়ারটেল সবসময় সময়োচিত অফার দিয়ে আসছে। এটি বন্ধুদের নেটওয়ার্ককে ‘অলওয়েজ অন’ রাখার গুরুত্ব তুলে ধরে। ক্যাম্পেইনের আওতায় সর্বশেষ অফারগুলো সম্পর্কে জানতে বন্ধুরা নজর রাখতে পারেন এয়ারটেলের ফেসবুক পেইজে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।