ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

স্পোকেন ইংলিশে ই-বুক আনলো রবি টেন মিনিট স্কুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
স্পোকেন ইংলিশে ই-বুক আনলো রবি টেন মিনিট স্কুল

ঢাকা: প্রথমবারের মতো সববয়সী শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশের ওপর ই-বুক ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ আনলো রবি টেন মিনিট স্কুল।
 
বৃহস্পতিবার (৬ আগস্ট) রবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনলাইন প্রকাশের মাত্র দুই মাসের মধ্যে ই-বুকটি ৭০ হাজারের বেশি কপি বিক্রি হয়ে অনলাইন বেস্ট সেলারের স্বীকৃতি পেয়েছে এটি।

ই-বুকটির মূল্য ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
বাংলাদেশের বাইরেও বেশ সাড়া ফেলেছে ই-বুকটি। ইতোমধ্যে কাতার, মালয়েশিয়া, ভারত, সিঙ্গাপুর ও আমেরিকায় বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি ই-বুকটি কিনেছেন।
 
মুনজেরিন শহীদ রচিত এবং রবি টেন মিনিট স্কুল প্রকাশিত বইটিতে স্পোকেন ইংলিশ প্রয়োগের সবগুলো ক্ষেত্রের জন্য ৭২টি অধ্যায় রয়েছে। একজন ব্যক্তি ইংরেজিতে কথা বলার সময় যে যে ঘটনার মুখোমুখি হতে পারেন এমন প্রায় সব ঘটনার সমন্বয়ে ‘ইজি-মিডিয়াম-হার্ড-অ্যাডভান্সড’ স্তর অনুসারে ই-বুকটি সাজানো হয়েছে।  
 
ইংরেজিতে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া ও ইংরেজিতে আবহাওয়া সম্পর্কে কথা বলার মতো সহজ বিষয়গুলির পাশাপাশি প্রেজেন্টেশন, ভিসার সাক্ষাৎকার, বিদেশিদের সঙ্গে কথা বলা এবং ইংরেজিতে অনুষ্ঠান পরিচালনার মতো কঠিন বিষয়গুলি ই-বুকটিতে অন্তর্ভুক্ত রয়েছে। ইংরেজি বাগধারা, সাধারণ স্পোকেন ইংলিশের ভুল, উচ্চারণের ভুল ও এই জাতীয় অনেকগুলি জটিল বিষয় নিয়ে ই-বুকটিতে ১০টি অধ্যায় রয়েছে।
 
বইটি আইইএলটিএস পরীক্ষার স্পোকেন বিভাগ, চাকরির সাক্ষাৎকার, উপস্থাপনা, ভাইভা ও দৈনন্দিন ইংরেজি ভাষায় কথা বলার জন্য বিশেষভাবে প্রযোজ্য। এছাড়া বিদেশে চাকরি বা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আগ্রহী ব্যক্তিদের জন্য বইটি খুবই সহায়ক হবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড ল্যাঙ্গুয়েস্টিক অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বিষয়ে প্রথম বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন ই-বুকটির লেখক মুনজেরিন শহীদ। তিনি এই অক্টোবর থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড ল্যাঙ্গুয়েস্টিক অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাক্যুইজিশন বিষয়ে তার দ্বিতীয় মাস্টার্স ডিগ্রির পড়াশোনা শুরু করতে যাচ্ছেন। মুনজেরিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য মর্যাদাপূর্ণ ব্রিটিশ চেভেনিং বৃত্তি পেয়েছেন।
 
‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ বইটি 10ms.app/download1এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।
 
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।