ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

দেশে ইন্টারনেট গ্রাহক ১০ কোটি ছাড়িয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ১৪, ২০২০
দেশে ইন্টারনেট গ্রাহক ১০ কোটি ছাড়িয়েছে

ঢাকা: মার্চ মাস শেষে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৩২ লাখ ৫৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (১৪ মে) বিটিআরসি এক প্রতিবেদনে জানায়, মোট ইন্টারনেট গ্রাহকদের মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার। ওয়াইম্যাক্স ২ হাজার এবং আইএসপি গ্রাহক আট হাজার ৮৪।

গত ফেব্রুয়ারি শেষে মোট নয় কোটি ৯৯ লাখ ৮৪ হাজারের মধ্যে মোবাইল ইন্টারনেট ৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার, ওয়াইম্যাক্স ৫ হাজার এবং আইএসপি গ্রাহক ৫৭ লাখ ৪৩ হাজার ছিল।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান জানান, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যেনো স্বল্পমূল্যে,  নির্বিঘ্নে জনগণের মধ্যে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়া যায়। দেশে এখন পর্যাপ্ত ব্যান্ডউইথ ক্যাপাসিটি রয়েছে। তাই আশা করছি, জরুরি সেবা হিসেবে ইন্টারনেট সেবা এ মহামারিতে কার্যকরী ভূমিকা পালনে সক্ষম হবে।

আর মার্চ শেষে মোবাইল গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার। এরমধ্যে গ্রামীণফোনের সাত কোটি ৫৩ লাখ ৩৩ হাজার, রবির চার কোটি ৯৭ লাখ ১৮ হাজার, বাংলালিংকের তিন কোটি ৫৩ লাখ ৭৩ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ১৩ হাজার।

ফেব্রুয়ারিতে মোট মোবাইল গ্রাহক ছিল ১৬ কোটি ৬১ লাখ ১৪ হাজার। গ্রামীণফোনের ৭ কোটি ৫৮ লাখ ৬০ হাজার, রবির ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার এবং টেলিটকের ৪৮ লাখ ৭৩ হাজার।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ১৪, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।