ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

গেইমারদের জন্য এলো ডেলের জি সিরিজ ল্যাপটপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
গেইমারদের জন্য এলো ডেলের জি সিরিজ ল্যাপটপ জি সিরিজের ল্যাপটপের উম্মোচন করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক জাহানারা আলম ও ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান।

ঢাকা: গেইমারদের জন্য হাই-পারফরমেন্স গেইমিং ল্যাপটপের নতুন সিরিজ আনলো বিশ্ববিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি ডেল।

সোমবার (৩০ জুলাই) উইন্ডোজ ১০ গেইমিং পিসি ডেল জি৭ ১৫ সিস্টেম মডেলের ল্যাপটপ উম্মোচনের মধ্যদিয়ে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো জি সিরিজ নামের নতুন এই সিরিজের।

রাজধানীর একটি হোটেলে জাকজমক আয়োজনে নতুন এই সিরিজের উম্মোচন করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক জাহানারা আলম এবং ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান।

অনুষ্ঠানে ডেল কর্মকর্তারা জানান, ইন্সপাইরন গেইমিং সিরিজের দারুণ সফলতার পর ‘ডেল জি সিরিজ’-এ নতুন করে এলো ডেলের গেইমিং ল্যাপটপ সিরিজ। নতুন বা পেশাদার সব শ্রেণির গেইমার এবং সবরকম বাজেটের গেইমিং ল্যাপটপ বানানোর প্রত্যয় নিয়ে এসেছে এই জি সিরিজ। দেশে যার শুরু হলো ডেল জি৭ ১৫ ৭৫৮৮ মডেলের ল্যাপটপ উন্মোচনের মাধ্যমে।

ডেলের নতুন এই জি সিরিজ হাই-পারফরমেন্স গেইমিং ল্যাপটপ প্রযুক্তি মারভেল স্টুডিওজের নতুন মুভি ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্যা ওয়াস্প’ তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে। দুনিয়া মাতানো ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্যা ওয়াস্প’ ছবির স্যুটগুলো থেকে হ্যাঙ্ক পিমের গবেষণাগার প্রতিটি ক্ষেত্রে মারভেল স্টুডিও ডেলের নতুন জি সিরিজ প্রযুক্তি নিয়ে কাজ করেছে।
 
সাশ্রয়ী মূল্যের নতুন জি সিরিজের গেইমিং ল্যাপটপে আছে অষ্টম প্রজন্মের ইন্টেল কোর সিরিজের উচ্চশক্তির প্রসেসর আর এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০ সিরিজের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিউ)। রয়েছে তাপ সামলানোর বিশেষ সমাধান, স্বয়ংক্রিয়ভাবে কন্টেন্টের অগ্রাধিকার ঠিক করার সফটওয়্যার, গ্লেয়ার-নিরোধী আইপিএস ডিসপ্লে এবং গেইমিং সহায়ক অন্যান্য অনেক ফিচার যা গেইমারকে তৃপ্ত করবে।

ডেল জি৭ ১৫ ৭৫৮৮
যারা গেইমিংয়ের জন্য শক্তিশালী পারফরমেন্সের সিস্টেম চাচ্ছেন, তাদের জন্য ডেল জি৭ এনেছে মাত্র ২৫ মিলিমিটার পাতলা ১৫ ইঞ্চি চ্যাসিসের মধ্যে ব্যাপক ক্ষমতার এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৬০ জিপিউ যা ম্যাক্স-কিউ ডিজাইন প্রযুক্তিতে তৈরি।

সিস্টেমটিতে থাকছে ৬ গিগাবাইট জিডিডিআর৫ ভিডিও মেমোরি, সর্বোচ্চ ৬টি কোরের অষ্টম প্রজন্মের ইন্টেল কোর সিরিজের প্রসেসর (কোর আই৯ মডেল পর্যন্ত), দু’টি ফ্যান এবং দু’টি স্টোরেজ ড্রাইভ যেখানে এসএসডিও ব্যবহার করা যাবে।

ডেল জি৭ ১৫ প্রয়োজনে অষ্টম প্রজন্মের ইন্টেল কোর আই৯ প্রসেসর আর ইউএইচডি রেজুলেশন (৩৮৪০ x ২১৬০) ডিসপ্লে পর্যন্ত পাওয়া যাবে।  

কিলার গিগাবিট ইথারনেট নেটওয়ার্কিং অপটিমাইজেশন (বা অপশনাল কিলার ওয়্যারলেস ২ x ২ ল্যান) বা স্মার্টবাইট সফটওয়্যার দ্রুততার সঙ্গে কনটেন্ট ডাউনলোড নিজ থেকেই সাজিয়ে নেবে। এতে গেইমিং ও স্ট্রিমিং থাকবে নিরবিচ্ছিন্ন।

ল্যাপটপটির সামনে দেয়া হয়েছে বাতাস টানার জন্য ইনটেক আর পেছনে আছে তাপ বের করে দেয়ার জন্য এক্সহস্ট। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গেইমারের থেকে তাপ আর শব্দ সরিয়ে নেয়া যায় সহজেই। দীর্ঘ সময় ধরে ব্যবহারকারী থাকবেন তাপ ও ঝঞ্জাটমুক্ত। ফলে অনেক সময় ধরে খেলা যাবে।

গেইমাররা যাতে আরও বাস্তব অনুভবে গেইম উপভোগ করতে পারেন সেজন্য ডেল জি৭ ১৫ প্রয়োজনে আল্ট্রা এইচডি রেজুলেশনের আইপিএস ফোরকে ডিসপ্লে নিয়েও হাজির হতে সক্ষম।

ডেল জি৭ ১৫ পাওয়া যাবে লিকোরিস ব্ল্যাক অথবা অয়ালপাইন হোয়াইট রঙে।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।