ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ভেরিফাইড হলো বেসিসের ফেসবুক পেইজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, মার্চ ১৮, ২০১৮
ভেরিফাইড হলো বেসিসের ফেসবুক পেইজ বেসিসের ফেসবুক পেইজ (সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অফিশিয়াল ফেসবুক পেইজকে স্বীকৃতি দিলো ফেসবুক কর্তৃপক্ষ।

বেসিসের পেজটি ভেরিফাইড করা হয়েছে। এখন থেকে বেসিসের ফেসবুক পেইজের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখতে পাবেন ব্যবহারকারীরা।

যাচাই-বাছাইয়ের পর এর যথার্থতা নিশ্চিত করে রোববার (১৮ মার্চ ) সকাল ১১টা ১০ মিনিটে বেসিসের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজ ভেরিফাইড করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

বেসিসের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়।

ফেসবুক পেইজ ভেরিফাইড হওয়ায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বেসিসের ফেসবুক পেইজ: www.facebook.com/BASIS.BD

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ