ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সারাদেশে আধঘণ্টা বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট সেবা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৭, ফেব্রুয়ারি ১১, ২০১৮
সারাদেশে আধঘণ্টা বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট সেবা

ঢাকা: চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সারা দেশে আধ ঘণ্টা মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটরগুলো আজ ইন্টারনেট সেবা বন্ধ রেখেছিল।  

তবে সামনের দিনগুলোতেও এমন করা হবে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এ বিষয়ে কিছু বলবো না, তবে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তা আগে থেকে বলা যাচ্ছে না।

রোববার চলমান এসএসসির আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার আগেই নির্দেশনা মতে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। তবে এখন ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।