ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

অটোরিকশার অ্যাপ ‘গতি’ চলবে ১ জানুয়ারি থেকে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
অটোরিকশার অ্যাপ ‘গতি’ চলবে ১ জানুয়ারি থেকে  অটোরিকশার নতুন অ্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: উবার, পাঠাওয়ের পর এবার ঢাকার সড়কে আসছে অ্যাপভিত্তিক সিএনজি চালিত অটোরিকশার নতুন অ্যাপস ‘গতি-লেটস গো’।

আগামী বছরের ১ জানুয়ারি (সোমবার) থেকে অ্যাপটি ব্যবহার করে অটোরিকশায় চলাচল করতে পারনে আগ্রহীরা।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

এতে জানানো হয়, এই অ্যাপসের আওতায় থাকলে রাস্তায় বের হয়ে  সিএনজি খুঁজতে হবে না। অ্যাপসে রিকোয়েস্ট দিলেই সিএনজি অটোরিকশাসহ চালক হাজির হবেন। গ্রাহকরা সিএনজিতে উঠে দেখতে পারবেন নির্ধারিত স্থানে যেতে সময় কতক্ষণ লাগবে। তার জন্য ভাড়া কত হতে পারে?
 
শুধু তাই নয়, ‘গতি লেটস গো’ ছাড়াও উবার, পাঠাওয়ে এই দূরত্বে ভাড়া কত- তাও এই অ্যাপে দেখা যাবে। স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলেই এ সুযোগ-সুবিধা উপভোগ করা যাবে।  

আরও পড়ুন>>
** 
ঢাকার প্রথম অটোরিকশায় অ্যাপ ‘গতি’ আসছে ১ জানুয়ারি
 
‘গতি’ অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএইচএম মোস্তফা বলেন, জানুয়ারিতে যাত্রা শুরু করলেও এরই মধ্যে ৪ হাজার অটোরিকশা চালককে এই অ্যাপের আওতায় আনা হয়েছে। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও চালককে এই অ্যাপের আওতায় আনা হচ্ছে।  

‘অ্যাপের আওতায় আসা চালকদের সবাইকে একটি স্মার্টফোন দেওয়া হচ্ছে। তারা যদি ১০০টি ট্রিপ দেন তবে ফোনটি তাদের দিয়ে দেওয়া হবে। ’
 
তিনি বলেন, চালকরা যদি যাত্রীদের কোনো হয়রানি করেন এবং তা যত্রী আমাদের জানালে ওই চালকে অ্যাপের আওতা থেকে বাদ দেওয়া হবে।  

একই সঙ্গে ছয় মাস পর পর চালকদের মধ্য থেকে বাছাই করে পুরস্কারের ব্যবস্থা থাকবে বলেও জানান মোস্তফা।  
 
এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির সিইও এন জামান চৌধুরী জেমস বলেন, এই অ্যাপসে মালিক, চালক ও যাত্রীদের নিবন্ধিত হতে হবে। ফলে সিএনজি অটোরিকশায় কিছু ফেলে গেলেও তা ফেরত পাওয়া যাবে।

‘এতে অটোরিকশা চালকদের আয় বাড়বে এবং যাত্রীরাও উন্নত সেবা পাবেন’ যোগ করেন তিনি।  

সংবাদ সম্মেলনে ‘গতি’ অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।