ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুর্ঘটনা এড়াতে স্যামসাংয়ের ‘সেফটি ট্রাক’ (ভিডিওসহ)

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
দুর্ঘটনা এড়াতে স্যামসাংয়ের ‘সেফটি ট্রাক’ (ভিডিওসহ) ছবি: সংগৃহীত

ঢাকা: এমন হলে কেমন হয়, ট্রাকের সামনে একটি ওয়্যারলেস ক্যামেরা বসানো। ওভারটেক করার জন্য বিপরীত দিক থেকে আসা গাড়ির গতিবিধি আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা বসানো ট্রাকটির পিছনে লাগানো বড় পর্দায়।



দেখলেন, বিপরীত দিক থেকে ধেয়ে আসছে দ্রুতগতির গাড়ি- ব্যস, থেমে গেলেন। পরক্ষণে সুযোগ মিলতেই নিরাপদভাবে করে নিলেন ওভারটেক।

বলতে পারেন, ভাবা তো যায় অনেক কিছুই, কিন্তু তার সঙ্গে কি আর বাস্তবতা মেলে!

যদি বলি, হ্যাঁ। অ্যাঁ নয়, সত্যিই হ্যাঁ। এ ধারণাকেই প্রতিষ্ঠা দিতে বর্তমানে কাজ করছে টেক জায়ান্ট স্যামসাং।

শুধু তাই নয়। কোরিয়ার এ প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল গ্লোবাল ব্লগ ‘স্যামসাং টুমরো’-তে বলছে, পিছনের বসানো ক্যামেরা শুধু ওভারটেকিং দুর্ঘটনাই নয়, হঠাৎ ব্রেক চাপা বা বণ্যপ্রাণীর রাস্তা পার হওয়ার ফলে ঘটা যেকোনো সড়ক দুর্ঘটনাই এড়ানো সম্ভব হবে।

এছাড়া খারাপ আবহাওয়ার ফলে সামনে দেখতে অসুবিধা হলে, সেটিরও উপায় বাতলে দেবে ক্যামেরা।

তাহলে সেফটি ট্রাক পথে কবে নামছে! এটিই তো প্রশ্ন?
প্রতিষ্ঠানটি বলছে, তাদের প্রতিনিধিরা সেফটি ট্রাক তৈরির কাজ প্রায় গুছিয়ে এনেছেন। এখন রাষ্ট্রীয় অনুমতিপত্র ও অনুমোদন পেলেই বাজারে ছাড়া হবে।

এটুকু অপেক্ষা তো করাই যায় নাকি?

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।