ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ভারতের নিরাপত্তার প্রশ্নে তথ্য দেবে ব্ল্যাকবেরি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০
ভারতের নিরাপত্তার প্রশ্নে তথ্য দেবে ব্ল্যাকবেরি

ব্ল্যাকবেরি নির্মাতা রিচার্স ইন মোশন (রিম) আভ্যন্তরীণ তথ্য নিরাপত্তার প্রশ্নে ভারত সরকারকে তথ্য সরবরাহে নীতিগত সম্মতি দিয়েছে। অচিরেই ব্ল্যাকবেরি ভারতীয় নিরাপত্তায় কাজ শুরু করবে।

উল্লেখ্য, কানাডার সেবাদাতা ও সিকিউরিটি এজেন্সিও একই রকম তথ্য নিয়ন্ত্রণে কাজ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ এ উদ্যোগের কারণ হিসেবে নিরাপত্তাকেই মূল উদ্দেশ্য বলছেন। অচিরেই ব্ল্যাকবেরি তাদের মোবাইলভিত্তিক তথ্য সম্পাদনার কাজ শুরু করবে বলে জানান অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব উত্থান কুমার বানশাল।

অন্যদিকে ভারত সরকার জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে অনেক আগেই সতর্কজারি করেছে। ইমেইল, এসএমএস এর গোপনীয় ঠিকানা যাচাইয়ে নির্মাতা প্রতিষ্ঠানের কোনো আপত্তি থাকলে অর্থাৎ এ সিদ্ধান্ত মেনে না নিলে অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে আগাম সতর্ক করে দেওয়া হয়।

উল্লেখ্য, ভারতের ১০ লাখেরও বেশি ব্ল্যাকবেরি গ্রাহক বানান ভুলের মতো সমস্যায় ভুগছে। সরকারি সূত্র জানিয়েছে, ভারতে পর্যবেক্ষণ নীতির মাধ্যমে রিম নিরাপত্তার প্রশ্নে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করবে।

বানশাল জানান, ভারতের টেলিযোগাযোগ বিভাগ মোবাইলভিত্তিক তথ্যগুলো লিপিবদ্ধে নীতিগত দায়িত্ব পালন করছে। রিম মূলত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের তথ্য নিরাপত্তায় কাজ করে থাকে। ভারতেও রিম একই ধরনের দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।