ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

১৭ অক্টোবর দেশজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে

শরিফুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
১৭ অক্টোবর দেশজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে

আসছে নভেম্বরে ভারতের টেলিস্টোরিয়াল লিঙ্কে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের টেলিযোগাযোগের খরচ অনেকটাই কমে আসবে।

তাছাড়া বিভিন্ন সময়ে সৃষ্ট সাবমেরিন ক্যাবল সমস্যায় ভারতে কাছ থেকে বাংলাদেশ ব্যাকআপ সহায়তা পারে।

৪ অক্টোবর সকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবছার আলম বিটিসিএল ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্যগুলো জানান।

তিনি আরও বলেন, আগামী ১৭ অক্টোবর মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সাবমেরিন ক্যাবলে মেরামতের কাজ চলবে। সে কারণে ওইদিন রাত একটা থেকে ভোররাত চারটা পর্যন্ত বর্হিবিশ্বের সঙ্গে বাংলাদেশের টেলিযোগাযোগ এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগে সমস্যা হতে পারে। তবে বিটিসিএল নিজস্ব যন্ত্রপাতি এবং ভিস্যাটের মাধ্যমে সে সময়ের ব্যাকআপ দেওয়ার পরিকল্পনা করেছে বলে বিটিসিএল সূত্রে জানানো হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।