ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

শিল্প

বসুন্ধরা এলপি গ্যাসের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
বসুন্ধরা এলপি গ্যাসের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত ফটোসেশনে সারাদেশের সেলস কর্মী।

ঢাকা: বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) কোম্পানির থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (১১ জানুয়ারি) গাজীপুরের বেজ ক্যাম্পে ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সেলস হেড জাকারিয়া জালাল।

তিনি সবাইকে স্বাগত জানিয়ে কোম্পানির গত বছরের সাফল্যের কথা তুলে ধরেন।

তিনি চলতি বছরের কর্মপরিকল্পনাও ঘোষণা করেন। গত বছরের ব্যবসায়িক সাফল্যের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং এবছর আরও ভালো ফলাফলের জন্য সবাইকে উৎসাহিত করেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বসুন্ধরা এলপি গ্যাসের সেলস এবং মার্কেটিং টিম বসুন্ধরা হেড কোয়ার্টার-২ থেকে সর্বমোট ১৫০ জন যাত্রা শুরু করে গাজীপুরে অবস্থিত বেজ ক্যাম্পের উদ্দেশ্যে।

মূলত টিম বিল্ডিং, গ্রুপ অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে প্রাণ খুলে আনন্দ করার জন্য বেজ ক্যাম্পকে নির্বাচন করা হয়। ১৫০ জনকে কয়েকটি টিমে ভাগ করে আয়োজন করা হয় বেশ কিছু রোমাঞ্চকর খেলার। প্রায় সারাদিনই সিম্পল, মডারেট এবং কমপ্লেক্স অ্যাক্টিভিটির মাধ্যমে কর্মীদের উদ্বুদ্ধ করা হয় টিম বিল্ডিং এবং গ্রুপ অ্যাক্টিভিটিতে।

পরদিন শনিবার আয়োজিত হয় সেলস কনফারেন্স। এতে বিভিন্ন পর্যায়ের কর্মীদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সেরা পারফর্মার স্বীকৃতি দেওয়া হয়। সেরা পারফর্মারদের অ্যাওয়ার্ড বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খান আতাউর রাহমান (এজিএম, সেলস, সাউথ উইং), নূর কুতুব উল আলম (এজিএম, সেলস, নর্থ উইং)।

সম্মেলনে সারাদেশের সেলস কর্মীদের ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। গ্রুপ ফটো ও মধ্যাহ্নভোজের মাধ্যমে দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।