ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ভারত

ভারতের পার্লামেন্টে বাংলাদেশ ইস্যুতে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, নভেম্বর ২৮, ২০২৪
ভারতের পার্লামেন্টে বাংলাদেশ ইস্যুতে আলোচনা

বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হলো ভারতের পার্লামেন্টে। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে এদিন রাজ্যসভায় প্রশ্নের উত্তরে মুখ খোলেন নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে হিন্দু মন্দিরে ভাঙচুর ও দেবদেবীর অপবিত্রতার নানা ঘটনার কথা রিপোর্ট হয়েছে গত কয়েক মাসে। সরকার এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে ঢাকার তাঁতিবাজারে মণ্ডপে হামলা এবং দুর্গাপূজার সময় সাতক্ষীরায় যশরেশ্বরী কালীমন্দিরে ঘটনাও এর মধ্যে রয়েছে। ’ 

তিনি বলেন, ‘এই ইস্যুতে ভারতের সাফ কথা, বাংলাদেশ যেন তার সমস্ত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে, বিশেষত সংখ্যালঘুদের। ’ 

তিনি বলেন, ‘হিন্দু, সংখ্যালঘু এবং তাদের ধর্মীয়স্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে। সংখ্যালঘু সমেত বাংলাদেশের নাগরিকদের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। ’ 

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, তাকে ফেরানো ইত্যাদি ইস্যুতে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গেছে। চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে দুই দেশই পাল্টাপাল্টি প্রতিক্রিয়া জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস বাংলা অবলম্বনে

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।