ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

রাশিফল

আর্থিক লাভ মকরের, তুলায় দাম্পত্য সুখ

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০০, ডিসেম্বর ১২, ২০২১
আর্থিক লাভ মকরের, তুলায় দাম্পত্য সুখ

আজ ২৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ, ১২ ফেব্রুয়ারি ২০২১ এবং ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি, রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
কাউকে গোপন তথ্য জানানোর সময় সতর্ক থাকুন। অকারণে কোথাও যাত্রায় যাবেন না। অনাবশ্যক ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যের যত্ন নিন। শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করুন। অপ্রিয় ঘটনার মুখোমুখি হতে পারেন।

বৃষ: (২১ এপ্রিল-২০ মে)
কোনো আত্মীয়ের পক্ষ থেকে দুঃসংবাদ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। পরিবারকে সময় দিতে পারবেন না। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

মিথুন: (২১ মে-২০ জুন)
লগ্নিতে সতর্কতা অবলম্বন করুন। অসম্পূর্ণ তথ্যের কারণে কারও সম্পর্কে ভুল ধারণা গড়ে তুলতে পারেন। বয়স্কদের কথা মেনে চলুন। পড়ুয়ারা ভালো ফল লাভ করবে। স্বাস্থ্য ভালো থাকবে। আয়ের উৎস পাবেন।

কর্কট: (২১ জুন-২০ জুলাই)
কাউকে সাহায্য করতে পারেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। কাজ সহজ হবে। স্বাস্থ্য উন্নতিও হবে। পরিবারের সদস্যদের সঙ্গে মতভেদ দূর হবে। সুসংবাদ পাবেন। কোথাও ঘুরতে যেতে পারেন। পরিজনদের সহমত ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।

সিংহ: (২১ জুলাই-২১ আগস্ট)
স্বাস্থ্যের যত্ন নিন। নিজের কৌশলে সব কাজ সহজে পূর্ণ করবেন। আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। কারো সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিন ঠিকঠাক। বন্ধুদের সঙ্গে দেখা হবে।

কন্যা: (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
জটিলতায় জড়িয়ে থাকবেন। নতুন ব্যয়ের ফলে আর্থিক পরিস্থিতি প্রভাবিত হতে পারে। দীর্ঘ সময় পর কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ক্যারিয়ারের জন্য পরিশ্রম করতে হবে। কোথাও যাত্রায় যাবেন না। সাবধানে গাড়ি চালান।  

তুলা: (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর)
আনন্দে থাকবেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। সব কাজে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। ধর্মীয় কাজে অংশ নেবেন। আর্থিক লাভ হবে। সম্মান বাড়বে। নতুন কাজ ভালো চলবে। পড়ুয়াদের সমস্যার সমাধান হবে। আত্মীয়দের কাছে যেতে পারেন।

বৃশ্চিক: (২২ অক্টোবর-২০ নভেম্বর)
শত্রুদের কারণে ক্ষতি হতে পারে। ব্যবসার পরিস্থিতি ভালো থাকবে। নতুন কাজ শুরুর পরিকল্পনা বাতিল করুন। আপনজনদের সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে। কাজ ভালো চলবে।  

ধনু: (২১ নভেম্বর-২০ ডিসেম্বর)
অজ্ঞাত ভয়ের প্রভাব থাকবে আপনার ওপর। অবসাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। মনে অশুভ চিন্তাভাবনা আসতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। অযথা ব্যয় করবেন না। নতুন পরিকল্পনা তৈরির আগে বয়স্কদের পরামর্শ নিতে ভুলবেন না। ছাত্র-ছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে। অনাবশ্যক কাজে সময় নষ্ট করবেন না।

মকর: (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি)
স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ঋণের টাকা ফিরে পাবেন। গাড়ি ও জমি কেনার পরিকল্পনা তৈরি করতে পারেন। বন্ধুদের সঙ্গে দেখা হবে। আর্থিক লাভ হবে।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সহজেই কাজে সফল হবেন। স্বাস্থ্যের কারণে চিন্তায় পড়তে পারেন। সব কাজে শুভ পরিণাম পেতে পারেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। মান-সম্মান বাড়বে। কারো সঙ্গে বিবাদ দূর হতে পারে। আইনি মামলা দ্রুততার সঙ্গে অগ্রসর হবে।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সব কাজ পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রার ফলে লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন। আলস্য থাকবে। নতুন তথ্য পেতে পারেন। সামাজিক কাজে অংশ নেবেন। চাকরিজীবীরা উন্নতি করতে পারেন। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। কর্মস্থলে সুসংবাদ পেতে পারেন।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।