ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

১২ লাখ টিকা উপহার দিলো ইউরোপের তিন দেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
১২ লাখ টিকা উপহার দিলো ইউরোপের তিন দেশ ছবি: ডি এইচ বাদল

ঢাকা: বাংলাদেশকে ১২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে নরওয়ে, সুইজারল্যান্ড ও সুইডেন। রোববার (১২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এ টিকা উপহার দেওয়া হয়।

আগামী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা উপহার দেওয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ যৌথভাবে এ টিকা হস্তান্তর করেন।

তিন দেশের পক্ষ থেকে ১২ লাখ ডোজ টিকা উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।