ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মার্চের মধ্যে ইউরোপে মরতে পারে ৫ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
মার্চের মধ্যে ইউরোপে মরতে পারে ৫ লাখ মানুষ

করোনা সংক্রমণ রোধে জরুরি ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ইউরোপ মহাদেশে আগামী মার্চের মধ্যে পাঁচ লাখ মানুষ মারা যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক ডক্টর হ্যান্স ক্লুজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নতুন করে করোনা মহামারি ছড়িয়ে পড়ার ব্যাপারে তিনি খুবই উদ্বিগ্ন।

করোনার কারণে এরইমধ্যে ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন দিতে বাধ্য হয়েছে।

ড. হ্যান্স বলেন, জনস্বাস্থ্য রক্ষায় আরও অনেক পদক্ষেপ নিতে হবে। করোনা আরেকবার আমাদের এই অঞ্চলে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউরোপ জুড়ে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে হ্যান্স ক্লুজ শীত মৌসুমের আগমণ ও কম মাত্রায় টিকা গ্রহণকে দায়ী করেন। এর আগে গত বৃহস্পতিবারই তিনি ইউরোপের ৫৩টি দেশে করোনা বিস্তারের হারে গভীর উদ্বোগ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।