ঢাকা: করোনা মহামারির মধ্যে কয়েক মাস ধরে ঢাকায় চলছে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের প্রকোপ। এর মধ্যে ঋতু পরিবর্তনজনিত জ্বর-ঠাণ্ডায় আক্রান্ত হচ্ছে অনেকে।
গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে ১৯০ জন। এর মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং এর বাইরের দেশের হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ জন।






আমরা একটু সচেতন হলেই এই রোগ থেকে রেহাই পেতে পারি। ডেঙ্গুজ্বর হলে কোনোভাবেই আতঙ্কিত হবেন না। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। একইসঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এএটি