ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

প্রতিবছরই দিতে হবে করোনার টিকা! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, সেপ্টেম্বর ২৭, ২০২১
প্রতিবছরই দিতে হবে করোনার টিকা! 

মহামারি করোনা বিশ্বকে মহা বিপর্যয়ের মধ্যে ফেলেছে। বিশ্বের প্রায় সব মানুষের জীবন ফেলেছে হুমকিতে।

এই অবস্থায় কিছুটা আশার আলো দেখিয়েছে ভ্যাকসিন বা টিকা। কিন্তু দুটি টিকা নিয়েই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই।  

টিকা নিয়ে সুরক্ষা পেতে অনেক দেশই বুস্টার ডোজ বা তৃতীয় টিকাও দিচ্ছে নাগরিকদের। তবে টিকা নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বৌরলা বলছেন, প্রতিবছরই নিতে হতে পারে করোনার টিকা।  

সম্প্রতি এবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের ছোবলে বিভিন্ন দেশে প্রতিদিনি আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। মৃত্যুর কাছে পরাজিত হচ্ছে হাজার হাজার মানুষ।  

অ্যালবার্ট বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে আমাদের আরও এক বছর সময় লাগতে পারে এবং প্রতি বছর কোভিড টিকা নিতে হতে পারে।
তিনি বলেন, স্বাভাবিক জীবনেও সতর্কতা বজায় রাখতে হবে। নতুন ভ্যারিয়েন্ট আসবে না বলে আমি মনে করি না। আমি মনে করি না টিকা ছাড়া আমরা জীবনযাপন করতে পারব। আমার কাছে পরিস্থিতিটা এমনই।

করোনা মোকাবিলায় অনান্য টিকার পাশাপাশি ফাইজারের টিকাও বাংলাদেশে দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।