ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

সিলেটে রেকর্ড শনাক্ত ৭০৮ জন, আরো ৯ মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
সিলেটে রেকর্ড শনাক্ত ৭০৮ জন, আরো ৯ মৃত্যু

সিলেট: করোনার ভয়ঙ্কর ছোবল পড়েছে সিলেটে। আক্রান্ত একের পর এক বেড়ে চলেছে।

পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে।
 
গত ২৪ ঘণ্টায় আক্রান্তে সর্বাধিক ৭০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা বছরাধিককালে সর্বাধিক আক্রান্ত। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪১৬ জন, সুনামগঞ্জে ১২০ জন, মৌলভীবাজারে ১০৬ জন এবং হবিগঞ্জে ৬৬ জন শনাক্ত হয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরো ৬২ জন করোনা আক্রান্ত হয়েছে।
 
এর আগে গত ১৮ জুলাই এখানে একদিনে সর্বোচ্চ ৬৮১ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জনই সিলেটের এবং একজন হবিগঞ্জের বাসিন্দা। এরপর মঙ্গলবার দুপুরে করোনার বিশেষায়িত হাসপাতালে আরো ২ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা  ৯ জনে দাঁড়িয়েছে।    
 
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
অধিদপ্তরের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করে এই ৭০৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৩ শতাংশ।
 
অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভাগে ৩৬ হাজার ৯১৮ জন করোনা সংক্রমিত হন। পক্ষান্তরে সুস্থ হয়েছেন ২৯ হাজার ২২০ জন এবং মারা গেছেন সর্বমোট ৬৩৮ জন। মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ সিলেটে ৫০৮ জন, সুনামগঞ্জে ৪৭ জন, মৌলভীবাজারে ৫৩ জন ও হবিগঞ্জে ৩০ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো এক জনের মৃত্যু হয়।
 
এদিকে মঙ্গলবার দুপুরে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরো দুই জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে একদিনে মৃত্যুর সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।  
 
হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়াদ নাফি মাহদি বাংলানিউজকে বলেন, হাসপাতালে এখন ৯২ জন চিকিৎসাধীন। এরমধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ এবং ৩৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। গুরুতর অবস্থায় ১৬ জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।