ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

টিকা নিলেন প্রধানমন্ত্রীর চাচা শেখ কবীর হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
টিকা নিলেন প্রধানমন্ত্রীর চাচা শেখ কবীর হোসেন ...

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে টিকা নিয়েছেন বঙ্গবন্ধু পরিবারের জেষ্ঠ্য সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবীর হোসেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে টিকা নেন তিনি।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এই কেন্দ্রে আরও টিকা নিয়েছেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, নেত্রকোনার জাকিয়া পারভীন খানম মনি এমপি, আওয়ামী লীগ নেতা সুভাষ সিংহ রায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিচারপতি ওবায়দুল হাসান, অধ্যাপক ড. অসীম সরকার প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) চলমান কঠোর লকডাউনের মাঝেও মোট ১৪২৫ জন টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১২৮০ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৪৫ জন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
পিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।