ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

আঙ্গুরের বীজ ক্যান্সার প্রতিরোধক

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২
আঙ্গুরের বীজ ক্যান্সার প্রতিরোধক

ঢাকা : প্রত্যেক বছর শুধুমাত্র ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১২ হাজার মানুষ মারা যায়। একই কারণে পৃথিবী জুড়ে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে।



তাই ক্যান্সার প্রতিরোধে এবং প্রতিকারে পথ্য আবিষ্কার করতে গবেষকদের নিত্যনতুন গবেষণা অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

এমনিই একদল গবেষকের গবেষণায় দেখা গেছে ক্যান্সার রোধে আঙ্গুরের বীজ উপকারী।

আঙ্গুরের বীজ ক্যান্সারের ক্ষতিকারক কোষগুলোকে বাড়তে দেয় না এবং এই কোষগুলো যাতে পুনরায় গঠিত না হয় সেই প্রক্রিয়াকেও বাধা দেয়।

কলোরাডো ক্যান্সার কেন্দ্রের অধ্যায়ন অন্বেষী রাজেশ আগারওয়াল জানান, ক্যান্সারের কোষগুলি খুব দ্রত বৃদ্ধি পায় এবং এই দ্রুত বৃদ্ধির করণেই কোষগুলি বেঁচে থাকে। এক্ষেত্রে যদি বাড়তে না পারে তাহলে কোষগুলি মরে যায়।

তিনি আরও জানান, ক্যান্সার কোষ অনেক ত্রুটিপূর্ণভাবে বাড়তে থাকে। আর ওই ত্রুটিপূর্ণ স্থানগুলোতে আঙ্গুরের বীজ খুব কার্যকরভাবে কাজ করে সেলগুলোকে ধ্বংস করতে পারে বলে গবেষণায় বেরিয়ে এসেছে।

বাংলাদেশ সময় : ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।