ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

জয়পুরহাটে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
জয়পুরহাটে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটে শুরু হয়েছে করোনা শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা। এতে ৩০ মিনিটেই পাওয়া যাবে এর ফলাফল।

 

সারা দেশে ১০ জেলা হাসপাতালের মতো শনিবার (০৫ ডিসেম্বর) সকাল থেকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালেও নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ শুরু হয়েছে।  

এ পরীক্ষার জন্য খরচ হবে মাত্র ১০০ টাকা। পরীক্ষাটির জন্য প্রাথমিকভাবে ৫০০ কিট দেওয়া হয়েছে জয়পুরহাট হাসপাতালে।  

হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রথম দিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৯ জনকে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৯ জনেরই ফলাফল নেগেটিভ এসেছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।