ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

২৮তম বিসিএস (স্বাস্থ্য) ফোরামের সভাপতি মুরাদ-সম্পাদক সুমন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
২৮তম বিসিএস (স্বাস্থ্য) ফোরামের সভাপতি মুরাদ-সম্পাদক সুমন  সভাপতি ডা. মোহাম্মদ মুরাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. সুমন কুমার সেন

ঢাকা: ২৮তম বিসিএস (স্বাস্থ্য) ফোরামের নির্বাচনে সভাপতি পদে ডা. মোহাম্মদ মুরাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ডা. সুমন কুমার সেন নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকায় ২৮তম বিসিএস (স্বাস্থ্য) ফোরামের অনলাইন ভিত্তিক ই-নির্বাচন অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, অনলাইন ভিত্তিক ই-নির্বাচনে ৭৪৫ জন বৈধ ক্যাডার অফিসার ভোটারের মধ্যে ৫৪৯ জন অফিসার ভোট দেন।  

এতে বলা হয়, গণতান্ত্রিক জয়বাংলা পরিষদ মনোনীত ডা. মুরাদ এবং ডা. সুমন প্যানেল ৫২০ ভোট পেয়ে পূর্ণ প্যানেলে নির্বাচিত হন। প্রতিপক্ষ প্যানেল ১৩ ভোট পায়। এর মধ্যে ১৬টি ভোট অসম্পূর্ণ থাকায় বাতিল বলে গণ্য হয়।

এতে আরো জানানো হয়, ৬৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত এই কমিটি ২০২২ সাল পর্যন্ত সংগঠন পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
পিএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।