ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

রাজশাহীতে ৬৩ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
রাজশাহীতে ৬৩ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল 

রাজশাহী: আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

এবারের ক্যাম্পেইনে মহানগরীতে মোট ৬৩ হাজার ৪৭৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (আরসিসি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডে রাজশাহী মহানগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১৫৫ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে দু’জন করে সর্বমোট ৭৬৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবে।

সংবাদ সম্মেলনে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, স্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি করপোরেশন। ইপিআই কার্যক্রমে পরপর নয় বার জাতীয়ভাবে ১ম স্থান অর্জন করেছে রাসিক। নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় চিকিৎসাসেবায় অর্জিত এ সাফল্য ধরে রাখতে চাই।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবার কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে। নাগরিকদের যথাযথ স্বাস্থ্যসেবা দিতে রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ক্যান্সার ইউনিট স্থাপন করা হয়েছে। শিশু হাসপাতাল নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এগুলোর নির্মাণ কাজ শেষ হলে আগামীতে রাজশাহীর চিকিৎসা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।  

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন মেয়র বলেন, শিশুদের শারীরিক, মানসিকভাবে সুস্থ ও সবল হয়ে গড়ে তুলতে পুষ্টিকর খাবার প্রয়োজন। এর পাশাপাশি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব রয়েছে। করোনা পরিস্থিতিতে সরকারি কর্মসূচির আওতায় স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ কার্যক্রমটি পরিচালনা করা হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কার্যক্রমের সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, নিউট্রিশন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর নাজমুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।