ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের সনদ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের সনদ বিতরণ

ঢাকা: ৮০তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সনদপত্র বিতরণ করেছে ঢাকার বকশী বাজার এলাকায় অবস্থিত হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিক্যাল কলেজ।

রোববার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) ওই মেডিক্যাল কলেজের ৮০তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠান মিলনায়তনে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সহ সভাপতি, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

কলেজের অধ্যক্ষ হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক হাকীম হাফেজ মো. আইয়ুব আলী, ডা. নাজরিন সুলতানা, হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ, হাকীম মো. রুহুল আমিন মিলন।  

এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আশরাফ আলী, মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার, মিঠুন বিশ্বাস, ছাত্রদের মধ্য মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।