ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

করোনা নিয়ে ব্রিফিং আর প্রেস রিলিজে পার্থক্য নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
করোনা নিয়ে ব্রিফিং আর প্রেস রিলিজে পার্থক্য নেই

ঢাকা: করোনা নিয়ে ব্রিফিং আর প্রেস রিলিজে পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ৮টি বিভাগীয় পর্যায়ে ক্যানসার হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য অনুষ্ঠেয় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।


 
করোনার আপডেট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং হলেও ১২ আগস্ট থেকে তা বন্ধ করে দেওয়া হয়।

ব্রিফিং বন্ধ করা নিয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৪/৫ মাস যে ব্রিফিংটা হয়েছে সেট অ্যাপ্রিশিয়েট হয়েছে। করোনার প্রকোপ কমে আসছে, মৃত্যুর হার কমে আসছে এবং সুস্থতার হারও অনেক বেড়েছে। সংক্রমণটা কমেছে, আমরা যেভাবে আশা করেছি এখন সেভাবে আর নেই।

‘ব্রিফিংয়ে বিষয়টি হলো যে এখন স্বশরীরে ব্রিফিং করবে না। এখন প্রেস রিলিজের মাধ্যমে বিষয়গুলো দেওয়া থাকবে। এতে আমি মনে করি না একজন ব্যক্তি পড়া আর একটা প্রেস রিলিজের মাধ্যমে স্ক্রলে আসা খুব একটা পার্থক্য। যেন পত্রিকায় আসে সেটাও ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন সচিব মহোদয় ‘

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।