ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

করোনা: খাগড়াছড়িতে ৪ স্বাস্থ্যকর্মীসহ ৬ জন শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, মে ২১, ২০২০
করোনা: খাগড়াছড়িতে ৪ স্বাস্থ্যকর্মীসহ ৬ জন শনাক্ত ছবি: প্রতীকী

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৩। নতুন রোগীরা সবাই মহালছড়ির।

বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

জানা গেছে, খাগড়াছড়ির মহালছড়িতে গত ১৪ মে দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

তাদের একজনের সংস্পর্শে আসা আরও চার স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। অপর দুজনের মধ্যে একজন আক্রান্ত স্বাস্থ্যকর্মীর স্ত্রী এবং অপরজন স্থানীয় ফার্মাসিস্ট।

এছাড়া, একজনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায়ও করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এর মধ্য দিয়ে খাগড়াছড়ির নয় উপজেলার মধ্যে পাঁচ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তবে জেলায় একজন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানিয়েছেন, আক্রান্ত একজনের সংস্পর্শে এসে বাকিরা সংক্রমিত হয়েছেন। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ২১, ২০২০
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।