ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা কিটের বৈজ্ঞানিক সেমিনার বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ১৯, ২০২০
গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা কিটের বৈজ্ঞানিক সেমিনার বুধবার

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত জিআর ডট ব্লট র‍্যাপিড করোনা টেস্টিং কিট নিয়ে বুধবার (২০ মে) বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন সকাল ১১টায় ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য হাসপাতালের ৬ তলায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে কিট উদ্ভাবন দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীলসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। এছাড়াও অন্যান্য ডাক্তার, বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যাক্তিরা উপস্থিত থাকবেন। সেমিনারে গণস্বাস্থ্যের কিট বিষয়ে প্রশ্ন-উত্তর পর্ব থাকবে। এটি সবার জন্য উন্মুক্ত।  

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন পর্যন্ত বিশ্ব কেউ একই সঙ্গে অ্যান্টিজেন-অ্যান্টিবডি শনাক্তকরণ কিট আবিষ্কার করতে পারেনি। আমরাই প্রথম এটা আবিষ্কার করেছি। তাই এই কিট বিষয়ে সবাইকে জানাতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী, সাংবাদিকরা উপস্থিত থাকবেন। সাধারণ মানুষও উপস্থিত হতে পারবেন,  তাদেরও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জানা উচিত।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ১৯, ২০২০
আরকেআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।