ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

করোনা: স্বাস্থ্য অধিদপ্তরকে সুরক্ষা সামগ্রী দিল রাজউক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ৪, ২০২০
করোনা: স্বাস্থ্য অধিদপ্তরকে সুরক্ষা সামগ্রী দিল রাজউক

ঢাকা: করোনা রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নে এবং ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরকে সুরক্ষা সামগ্রী দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের সব কর্মকর্তার ও কর্মচারীদের পক্ষ থেকে এই সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

সোমবার (০৪ মে) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর এক প্রেস বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নে এবং ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরকে বেশ কিছু সুরক্ষা সামগ্রী দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- ১০০০টি এন-৯৫ মাস্ক, ১০০ বক্স ল্যাটেক্স গ্লাভস ও ৫০টি থার্মোমিটার। রাজউকের সব কর্মকর্তার-কর্মচারীদের পক্ষ থেকে এই সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ এর কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন রাজউকের সদস্য উন্নয়ন (অব.) মেজর সামসুদ্দিন আহমদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০৪, ২০২০
জিসিজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।