ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

করোনা: দুস্থদের রিজেন্ট হাসপাতাল-চ্যারিটি রাইট’র সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, মে ৪, ২০২০
করোনা: দুস্থদের রিজেন্ট হাসপাতাল-চ্যারিটি রাইট’র সহায়তা

ঢাকা: কভিড-১৯ বা নভেল করোনা ভাইরাসে আক্রান্ত দুস্থ রোগীদের সহায়তায় এগিয়ে এসেছে রিজেন্ট হাসপাতাল ও চ্যারিটি রাইট।

উত্তরায় রিজেন্ট হাসপাতালে এ সহায়তা দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হাসপাতালটিকে আর্থিক সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সামাজিক কল্যাণ সংস্থা চ্যারিটি রাইট।

সংস্থাটি এক লাখ টাকা দিয়েছে, যা দিয়ে অন্তত ১০জন দুস্থ রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

চ্যারিটি রাইট নানাভাবে করোনা মোকাবিবেলায় সেবা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এক লাখ পরিবারকে এক মাসের খাদ্য সহায়তাও দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১৭৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ।

সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ২ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর এতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৪ লাখ।

বাংলাদেশ সময়ঃ ০২৩৪ ঘণ্টা, মে ০৪, ২০২০
ইইউডি/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।