ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মুনতাসীর মামুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, মে ৩, ২০২০
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মুনতাসীর মামুন

ঢাকা: ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে, তবে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত নয়।  

রোববার (৩ মে) রাতে রাজধানীর মুগদা জেনারেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ( সার্জারি) ডা. মাহবুবুর রহমান কচি বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চত করেছেন। এছাড়া অন্য একটি হাসপাতালে কভিড-১৯ পরীক্ষায় তার নেগেটিভ এসেছে।

অন্যান্য গণমাধ্যমে কেন কভিড-১৯ পজেটিভ বলে প্রচার করছে, তা তিনি সঠিত বলতে পারেননি।

তিনি বলেন, অধ্যাপক মুনতাসির মামুনকে ১২ তলায় ১২০৭ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে। কাল সোমবার (৪ মে) তার নমুনা আবার পরীক্ষা করা হবে। তখন স্পষ্ট হওয়া যাবে এ বিষয়ে। এর আগে তিনি একবার করোনা পরীক্ষা করিয়েছেন। তখন নেগেটিভ এসেছে।

এ বিষয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহ গোলাম নবীকে মোবাইলে কল দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মে ৩, ২০২০
পিএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।