ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

রাজশাহীতে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
রাজশাহীতে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজশাহী: রাজশাহী মহানগর এবং জেলায় অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে ও শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটি করপোরেশনের ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রাজশাহী মহানগরে এবার ৬২ হাজার ১৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী সাত হাজার ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৪ হাজার ২১৮ জন।

এছাড়া রাজশাহী জেলা পর্যায়ে দুই লাখ ৮৮ হাজার ৬২০ জন শিশুকে এক হাজার ৭৪৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’  ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এরমধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৬১২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৬০ হাজার আট শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।