ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বিশ্ব ডায়াবেটিস দিবসে এএফএমসিতে র‌্যালি-সেমিনার

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
বিশ্ব ডায়াবেটিস দিবসে এএফএমসিতে র‌্যালি-সেমিনার

ঢাকা: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের (এএফএমসি) মেডিসিন বিভাগের আয়োজনে বিশেষ র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

এতে বলা হয়, ডায়াবেটিস দিবস উপলক্ষে আর্মড মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে সকালে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে কলেজ অডিটরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়।

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমান। এছাড়া সেমিনারে কলেজটির সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ডায়াবেটিসের বৈশ্বিক সমস্যা এবং এর প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।