ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ফেনীতে অ্যানেসথেসিয়া দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ফেনীতে অ্যানেসথেসিয়া দিবস পালিত ফেনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাংলানিউজ

ফেনী: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফেনীতে পালিত হলো বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘নিরাপদ অপারেশন নিরাপদ রোগী’ এ প্রতিপাদ্য নিয়ে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে থেকে সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট ফেনী শাখার উদ্যোগে এ র‌্যালি বের হয়।

পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. নিয়াতুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যানেসথেসিওলজিস্ট অধ্যাপক ডা. মোজ্জাম্মেল হক, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. রোকসানা বেগম স্বপ্না, সিনিয়র সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল-মামুন, ডা. মনির আহম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু তাহের পাটোয়ারী, ডা. মোবারক হোসেন, ডা. আবদুল মতিন, ডা. আনোয়ার হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের হেলথ এডুকেটর মো. মোমিনুল ইসলাম, সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট ফেনী শাখার যুগ্ন আহ্বায়ক ডা. কামরুজ্জামান জিকু, সদস্য সচিব ডা. নাজমুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অচেতন হওয়ার আগে সচেতন হোন। চিকিৎসার আগে দক্ষ ও যোগ্য ব্যক্তি আপনাকে অচেতন করছে কিনা এবং চিকিৎসার পর আপনি আবার চেতনা ফিরে পাবেন কিনা সে বিষয়ে সতর্ক হোন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএইচডি/এবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad