ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজধানীতে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস ‍পালিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
রাজধানীতে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস ‍পালিত

ঢাকা: নানা কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার (১৬ অক্টোবর) রাজধানীতে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস ‍পালন করেছে অ্যানেসথেসিওলজিস্ট ফোরাম।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। বিকেল ৪টায় ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় বৈজ্ঞানিক সেমিনার।

আর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  

এসব অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান ডা. মোজাফফর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।