ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বরিশালে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
বরিশালে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলমসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বা ‌মুজিববর্ষ উপলক্ষে বরিশালে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকারের সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ জেলার খামারিরা উপস্থিত ছিলেন।

সবশেষে জেলা প্রশাসক খামারিদের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমএস/এফএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।