ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ভেজাল খাদ্য ব্লাড ক্যানসারের অন্যতম কারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
ভেজাল খাদ্য ব্লাড ক্যানসারের অন্যতম কারণ বিশ্ব সিএমএল দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালি

ঢাকা: ক্রনিক মায়োলাগেনাস লিউকেমিয়া (সিএমএল) এক ধরনের ব্লাড ক্যানসার, যা কোনো জটিলতা ছাড়াই মুখে খাওয়ার ওষুধ সেবনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মূলত জিনগত ক্রটির কারণে এ রোগ হলেও ভেজাল মিশ্রিত খাদ্য, ক্ষতিরকারক বিকিরণ (রেডিয়েশন), ক্ষতিকারক কীটনাশকের অপব্যবহার এই রোগের অন্যতম কারণ। ভেজাল খাদ্য প্রতিরোধসহ বিশুদ্ধ খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করা ও দুষণমুক্ত পরিবেশে মাধ্যমে এই রোগের প্রকোপ কমানো সম্ভব।

রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ব সিএমএল দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা একথা বলেন।  

দিবসটি উপলক্ষে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলা থেকে একটি জনসচেতনামূলক পদযাত্রা কর্মসূচি পালন করে।

পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ডা. এ বি এম ইউনুসের সভাপতিত্বে, সোসাইটির মহাসচিব ও বিএসএমএমইউর হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. ফখরুদ্দিন ভূইয়া, ঢাকা মেডিক্যল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. অখিল চন্দ্র বিশ্বাস, ক্যানসার হাসপাতালের ডা. একেএম মাইনুল ইসলাম, সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ প্রমুখ।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নতুন আরও পাঁচজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রোববার উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে নবনিযুক্ত পাঁচ সহকারী প্রক্টর বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ করেন।

নবনিযুক্ত সহকারী প্রক্টররা হলেন- নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কেএম তারিকুল ইসলাম, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিনুল ইসলাম জোয়ারদার, অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফারহান আলী রাজিব, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক লিভার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী ও মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সালেহ উদ্দীন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, (সিনিয়র) সহকারী প্রক্টর কলোরেক্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডা. মো. আবু তাহেরসহ অন্য বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।