ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু রোগীর চিকিৎসায় ঢামেক হাসপাতালে বাড়লো এসডিইউ বেড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, আগস্ট ৫, ২০১৯
ডেঙ্গু রোগীর চিকিৎসায় ঢামেক হাসপাতালে বাড়লো এসডিইউ বেড ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

ঢাকা: ‘শুধুমাত্র ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য নতুন করে আরও ১৫টি এসডিইউ বেড বাড়ানো হয়েছে। আশা করছি, ডেঙ্গু রোগীরা ওই এসডিইউ বেডে সুবিধা পাবেন।’

সোমবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, নতুন ভবনের তিনতলায় এসডিইউ বেডে শুধু ডেঙ্গু রোগীদেরই চিকিৎসা দেওয়া হবে।

এছাড়া আগের পুরাতন ভবনে এসডিইউ বেড তো আছেই, আইসিইউ আছে। সেগুলোতেও ডেঙ্গু রোগীরা সুবিধা পাবেন। পাশাপাশি আরও এসডিইউ বেড বাড়ানো হলো।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টা হাসপাতালে দু’ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। সর্বমোট হাসপাতালে ভর্তি ৫৭০ জন। এছাড়া প্রতিদিনই ছাড়পত্র পাচ্ছেন ডেঙ্গু রোগীরা।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ