ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

হাসপাতালে ভর্তি ২৯২১ ডেঙ্গু রোগী, ফিরেছেন ৮৭২৫ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৬, জুলাই ২৮, ২০১৯
হাসপাতালে ভর্তি ২৯২১ ডেঙ্গু রোগী, ফিরেছেন ৮৭২৫ জন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী

ঢাকা: বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২ হাজার ৯২১ জন রোগী। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮ হাজার ৭২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে বলে রোববার (২৮ জুলাই) জানিয়েছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৪৮৩ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৪১ জনসহ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৪ জন।

গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বছরের প্রথম পাঁচ মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোলরুম।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।