ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

লক্ষ্মীপুরে ভিটামিন এ ক্যাপসুল খাবে পৌনে ৩ লাখ শিশু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
লক্ষ্মীপুরে ভিটামিন এ ক্যাপসুল খাবে পৌনে ৩ লাখ শিশু  অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ২ লাখ ৮৭ হাজার ৫০৭জন শিশুকে এবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

সোমবার (১৭ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

এতে জানানো হয়, জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও সদর উপজেলায় ২ লাখ ৮৭ হাজার ৫০৭ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল পাবে।

১ম রাউন্ডে ২২ জুন শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. নিজাম উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এসআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।