ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

জিন্নাতের চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত সোমবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জিন্নাতের চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত সোমবার অস্বাভাবিক লম্বা জিন্নাত আলীর চিকিৎসা চলছে বিএসএমএমইউতে | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলীর চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আগামী সোমবার (২৯ অক্টোবর)। 

শনিবার (২৭ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জিন্নাতের স্বাস্থ্য পরীক্ষা করতে এসে এ কথা জানান এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দীন।

বাংলানিউজকে তিনি বলেন, পরীক্ষা দিয়েছি আমরা।

রিপোর্ট এলে তাকে আমরা নিউরোসার্জারিতে শিফট করে দেব। আগামী সোমবার বুঝতে পারব কী করতে হবে। আশা করছি অপারেশন হলে সুস্থ হয়ে উঠবেন সে। এখন যে পায়ে ব্যথার কারণে হাঁটতে পারছে না সেখান থেকে মুক্তি পেয়ে যাবে।

জিন্নাত আলীর খাবার প্রসঙ্গে ফরিদ উদ্দীন বলেন, ওর তো হরমোন বেশি, এজন্য ক্ষুধা লাগবে। কিন্তু সে সবার সাথে আছে তাই মানুষজন এগুলো দেখার জন্য উৎসুক হয়ে থাকে। এতে সে অস্বস্তিবোধ করছে। কেবিনে চলে গেলে সমস্যা হবে না আর।

বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জিন্নাত আলী। প্রধানমন্ত্রীকে নিজের সমস্যার কথা জানান তিনি। কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় এমপি সাইমুর সরওয়ার কমল তাকে এ সু্যোগ করে দেন।

প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সে অনুযায়ী বিএসএমএমইউতে তার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।