ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শনে প্রতিনিধি দল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শনে প্রতিনিধি দল শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শনে প্রতিনিধি দল

হবিগঞ্জ: হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্তি নবায়নের ব্যাপারে সরেজমিন পরিদর্শন করেছে প্রতিনিধি দল।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মো. আব্দুল গণির নেতৃত্বে পাঁচ সদস্যের এ প্রতিনিধি দল শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধি দল মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে।

প্রতিনিধি দলে ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, প্রদীপ কুমার বসাক, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মুজিবুর রহমান পলাশ প্রমুখ।

এ সময় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।