রোববার (১৫ এপ্রিল) এই বিভাগের ১৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিনের উপস্থাপনায় মতবিনিময় সভায় নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহের পরিচালক ডা. মো. তরিকুল ইসলাম, আদ্-দ্বীন মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালক ডা. আনোয়ার হোসেন মুন্সি, আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আফিকুর রহমান, আকিজ গ্রুপের কর্মকর্তা শাদাত খান মজলিস।
এছাড়া ডেন্টাল বিভাগ থেকে চিকিৎসা সেবা নেওয়া রোগী ও ডেন্টাল বিভাগের প্রধান ডা. আয়েশা আক্তারও মতবিনিময় উপস্থিত ছিলেন। ছিলেন বিভাগের অন্য ডাক্তার এবং সেবাগ্রহীতা রোগীরাও।

আদ্-দ্বীনের সেবায় মুগ্ধ হয়ে সায়মা পারভিন বলেন, আমার ছেলে দীর্ঘ দিন ধরে পেটের সমস্যায় ভুগছিল, কিন্তু আদ্-দ্বীনে আসার পর চিকিৎসা নিয়ে এখন অবদি তার আর কোনো সমস্যায় পড়তে হয়নি।
আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের প্রধান ডা. আয়েশা আক্তার বলেন, এখানে দাঁতের সব ধরনের চিকিৎসা দেওয়া হয়। আমরা চিন্তা করছি ডেন্টাল ইমপ্লান্ট শুরু করবো। যেহেতু ইমপ্লান্ট একটু ব্যয়বহুল, তাই সবকিছু বিবেচনায় নিয়ে এর কার্যক্রম শুরু করছি।
রোগীকে স্বল্পমূল্যে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে রুট ক্যানেল ক্যাপসহ খরচ পড়ে মাত্র ৩৫৬০ টাকা। আর এটা অন্য কোথাও করতে গেলে ১৫-২৫ হাজার টাকা খরচ হয়। এখানে স্ক্যালিং, পলিশিংসহ সব ধরনের দন্ত চিকিৎসা দেওয়া হয়।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আদ-দ্বীন মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগ খোলা থাকে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসএম/এইচএ/