ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

২০২১ সালের মধ্যে খাগড়াছড়ি হবে ম্যালেরিয়া মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
২০২১ সালের মধ্যে খাগড়াছড়ি হবে ম্যালেরিয়া মুক্ত দিনব্যাপী অ্যাডভোকেসি সভা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: আগামী ২০২১ সালের মধ্যে খাগড়াছড়িকে ম্যালেরিয়ামুক্ত করা হবে। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে ম্যালেরিয়ামুক্ত।

জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে স্টোকহোল্ডারদের অংশগ্রহণে দিনব্যাপী অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।

বুধবার (২৮ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সিভিল সার্জনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম কাউছার হোসেন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. শওকত হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সামরিক হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. এমএম সালাউদ্দিন, পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা প্রমুখ।

সভায় খাগড়াছড়ির ম্যালেরিয়া নির্মূলের সাফল্য ও পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ২০২১ সালের মধ্যে খাগড়াছড়ি এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হবে। সেই লক্ষে ম্যালেরিয়া নির্মূলে সম্মিলিতভাবে কাজ চলছে।

এদিকে পর্যটক নির্ভর খাগড়াছড়ির সব হোটেল-মোটেলেও ম্যালেরিয়া মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপগ্রহণ করা হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad