ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’ উদযাপিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, মার্চ ৬, ২০১৮
‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’ উদযাপিত ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে/ফাইল ছবি

ঢাকা: নানা কর্মসূচির মধ্য দিয়ে ডেন্টাল সার্জনদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) উদযাপন করেছে ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’।

মঙ্গলবার (৬ মার্চ) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে এ কর্মসূচি উদযাপিত হয়।

ইউনিলিভারের ওরাল কেয়ার ব্রান্ড পেপসোডেন্টের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএস এর সভাপতি ডা. আবুল কাসেম।

ওরাল হেলথের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিডিএস এবং পেপসোডেন্ট দীর্ঘদিন ধরে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এ প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, ডেমো চলচ্চিত্র ও বিজ্ঞাপন প্রদর্শন, মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিভিন্ন ডেন্টাল কলেজের অধ্যক্ষ, সার্জন এবং বিডিএস এর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ